Rahmania Madrasah Sirajganj

আরবী তারিখঃ এখন ৩ রমজান ১৪৪৪ হিজরি, ২৬ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার দুপুর ১:০০ মিনিট (প্রতিদিন মাগরিবের পর তারিখ পরিবর্তন হয়)

বসুন্ধরার মাসিক আল আবরার এর নির্বাহী সম্পাদক মাওলানা রিজওয়ান রফিক জমিরাবাদী এর মাতার ইন্তেকাল

জামিয়া ইসলামিয়া পটিয়ার প্রবীণ সিনিয়র মুহাদ্দিস, ঈযাহুল মিশকাত প্রণেতা, উস্তাজে মুহতরাম আল্লামা রফিক আহমদ ছাহেব এর আহলিয়া, ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরা ঢাকা কর্তৃক প্রকাশিত মাসিক আল আবরার এর নির্বাহী সম্পাদক হযরত মাওলানা রিজওয়ান রফিক জমীরাবাদী সাহেবের আম্মাজান একটু আগে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

আজ আসরের নামাজের পর জামিয়ার মাঠ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

হে আল্লাহ! মরহুমার জীবনের সব ভুল-ক্রটি ক্ষমা দিন। মরহুমাকে জান্নাতের উঁচু মকাম নসিব করুন। আমিন

পড়েছেনঃ 224 জন