গত কয়েকদিন আগে হাটাজারি মাদরাসা সিদ্ধান্ত নিয়েছিল তারা আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ পরীক্ষা দেবে না, তবে এ ব্যাপারে কর্তৃপক্ষ শিথিলতা করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, পটিয়া মাদ্রাসা থেকেও এমন খবর পাওয়া যাচ্ছে, ছাত্রদের এখতিয়ার দেয়া হয়েছে, যার যার ইচ্ছা, যারা আল হাইয়াতুল উলিয়া পরীক্ষা দেবে না তাদের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসার পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করবেন, আবার কেউ চাইলে আলহাইয়াতুল উলিয়া এ পরীক্ষা দিতে পারবে, এ সিদ্ধান্ত সর্বপ্রথম গ্রহণ করে বাংলাদেশের সর্ববৃহৎ উচ্চতর গবেষণা কেন্দ্র ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরা ঢাকা।
পড়েছেনঃ 922 জন