আরবী তারিখঃ এখন ১৬ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি মুতাবিক ২ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ, সময় রাত ৪:৩২ মিনিট
এলানঃ-
১. আগামী ২৭ অক্টোবর রোজ শুক্রবার খানকাহে ইমদাদিয়া আশরাফিয়ার মাসিক সুন্নতী ইজতেমা রহমানিয়া ইমদাদুল উলুম মাদরাসা সিরাজগঞ্জ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

বসুন্ধরায় যিনি তিনটি মুক্তা ছড়ান, –মাওলানা উবাইদুল্লাহ তারানগরী দা. বা.

মাওলানা হাসান সাহেব (দা.বা.)। বিশিষ্ট আলেমে দীন। সহজ সরল দুনিয়াবিমুখ আল্লাহওয়ালা। সাধারণ পোশাকের অসাধারণ এক ব্যক্তিত্ব। “মারকাযুল ফিকরিল ইসলামী বাংলাদেশ বসুন্ধরা ঢাকা” র মুহাদ্দিস। ইলমী যোগ্যতা অনুধাবন করতে পারবেন যারা হুজুরের কাছে শরহে আকাইদ পড়েছেন। এক ছাত্র হুজুরের কাছে গিয়ে আবেদন করলো; হুজুর! পারিবারিক সমস্যার কারণে খেতমতে যোগ দিতে হচ্ছে। কিছু নসীহত কামনা করছি।

হুজুর বলেনঃ

(১) নিয়মিত তাহাজ্জুদ পড়বা।

(২) পাঁচ ওয়াক্ত নামায তাকবীরে উলার সাথে পড়বা।

(৩) দৈনিক তিন পারা করে তিলাওয়াত করবা।

যাও।

Loading