দারুল উলুম মঈনুল ইসলাম হাটাহাজারী মাদ্রাসার সাবেক সফল সহকারী পরিচালক, শিক্ষা পরিচালক, ইন্টাৰ্নেল অডিটর, মুহাদ্দিস, ও মুহিউস সুন্নাহ হজরত শাহ সয়্যিদ আবরারুল হক হারদুঈ রহ. এর খলিফা, শাহ ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহ. এর জামাতা আল্লামা হাফেজ মুহাম্মদ কাসেম রহ. ইন্তিকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লামা হাফেজ কাসেম সাহেব রহ. এর জানাযা সকাল ১০ টায় তালিমুদ্দিন মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
পড়েছেনঃ 204 জন