نحمدہ و نصلي علي رسوله الکریم اما بعد
যতক্ষণ পর্যন্ত একজন মানুষের সকল কাজ, চলাফেরা, ওঠাবসা, পোশাক-পরিচ্ছেদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক না হবে, ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় পাত্রে পরিণত হতে পারবে না, আজকে আমাদের পোশাক-পরিচ্ছেদের মধ্যে খুব বেশি পরিমাণে ইহুদি-নাসারাদের পোশাক-পরিচ্ছেদ লক্ষ্য করা যাচ্ছে, যে কারণে আমাদের পারিবারিক সামাজিক জীবন অশান্তিতে পরিণত হয়েছে, তাই আসুন আমরা জেনে নেই পোশাক-পরিচ্ছেদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সমূহ কি ছিল? নিচে সুগুলো দেয়া হলো :
১. প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কাপড় বেশি পছন্দ করতেন।
(মুস্তাদরাক, হাঃ নং ৭৩৭৯)
২. জামা-পায়জামাসহ সকল প্রকার পোশাক পরিধানের সময় ডান হাত ও ডান পা আগে প্রবেশ করানো।
(আবু দাউদ, হাঃ নং ৪১৪১)
৩. পুরুষদের জন্য পায়জামা, লুঙ্গি এবং জামা, জুব্বা ও আবা-কাবা পায়ের টাখনুর উপরে রাখা। টাখনুর নীচে নামিয়ে পোশাক পরিধান করা হারাম। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- ‘যে ব্যক্তি টাখনুর নীচে ঝুলিয়ে কোন পোশাক পরিধান করবে, আল্লাহ তা‘আলা কিয়ামতের দিন তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না।
(বুখারী শরীফ, হাঃ নং ৫৭৮৪/ আবু দাউদ হাঃ নং ৪০৯৩, ৪১১৭/ সহীহ ইবনে হিব্বান, হাঃ নং ৫৪৪৭)
বি.দ্র. মোজার হুকুম-এর ব্যতিক্রম।
৪. সাধারণভাবে কাপড় পরিধান করার সময় এই দু‘আ পড়া :
الحمد لله الذى كسانى هذا ورزقنيه من غير حول منى ولاقوة
(মুস্তাদরাক, হাঃ নং ৭৪০৯)
এবং নতুন কাপড় পরিধান করে এই দু‘আ পড়া :
الحمد لله الذى كسانى ما اوارى به عورتى واتجمل به فى حياتى
(তিরমিযী, হাঃ নং ৩৫৬০/ ইবনে মাজাহ, হাঃ নং ৩৫৫৭)
৫. টুপি পরা। টুপির উপর পাগড়ী পরা মুস্তাহাব এবং লেবাসের আদব। তবে এটা নামাযের সুন্নাত নয়। টুপি ছাড়া পাগড়ী বাঁধা সুন্নাতের পরিপন্থী।
(আবু দাউদ, হাঃ নং ৪০৭৮)
৬. পাগড়ী বাঁধার পর মাথার পিছন দিকে এক হাত পরিমাণ ঝুলিয়ে রাখা।
(মুসলিম, হাঃ নং ১৩৫৯)
বি.দ্র.- কোন উযুর না থাকলে টুপির সাথে সব সময় পাগড়ী পরিধান করবে। শুধু নামাযের সময়পাগড়ী পরার হাদীস পাওয়া যায় না।
৭. বিসমিল্লাহ বলে কাপড় খোলা আরম্ভ করা এবং খোলার সময় বাম হাত ও বাম পা আগে বের করা।
(আমালুল্ইয়াওমি ওয়াল লাইলাহ, হাঃ নং ২৭৪ মুসান্নাফে ইবনে আবী শাইবাহ, হাঃ নং ২৪৯১০)
৮. জুতা প্রথমে ডান পায়ে পরা, অতঃপর বাম পায়ে পরা।
(বুখারী শরীফ, হাঃ নং ৫৮৫৫)
৯. জুতা খোলার সময় প্রথমে বাম পা থেকে অতঃপর ডান পা থেকে খোলা।
(বুখারী শরীফ, হাঃ নং ৫৮৫৫)
আল্লাহ তা’আলা আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আমীন৷