১. রসুলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম সাদা কাপড় বেশি পছন্দ করতেন। দেখুনঃ মুস্তাদরাকঃ ৭৩৭৯
২. জামা-পায়জামাসহ সকল প্রকার পোশাক পরিধানের সময় ডান হাত ও ডান পা আগে প্রবেশ করানো। দেখুনঃ আবু দাউদ শরীফঃ ৪১৪১
৩. পুরুষদের জন্য লুঙ্গি-পায়জামা, জামা-জুব্বা, আবা-কাবা পায়ের টাখনুর উপরে রাখা। টাখনুর নীচে নামিয়ে পোশাক পরিধান করা হারাম। তবে মুজার হুকুম-এর ব্যতিক্রম। দেখুনঃ বুখারী শরীফঃ ৫৭৮৪, আবু দাউদ শরীফঃ ৪০৯৩, ৪১১৭, ইবনে হিব্বান শরীফঃ ৫৪৪৭
৪. কাপড় পরিধান করার সময় اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ كَسَانِىْ هٰذَا الثَّوْبَ وَ رَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلِ مِّنِّىْ وَ لَا قُوَّةٍ দুআ পড়া, তবে নতুন কাপড় পরতে اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ كَسَانِىْ مَا اُوَارِىْ بِهٖ عَوْرَتِىْ وَ اَتَجَمَّلُ بِهٖ فِىْ حَيَاتِىْ দুআ পড়া। দেখুনঃ মুসনাদে আহমাদঃ ১/৪৪, তিরমিযী শরীফঃ ৩৫৬০, ইবনে মাজাহ শরীফঃ ৩৫৫৭
৫. টুপি পরা। টুপির উপর পাগড়ী পরা মুস্তাহাব। টুপি ছাড়া পাগড়ী বাঁধা সুন্নতের পরিপন্থী। দেখুনঃ আবু দাউদ শরীফঃ ৪০৭৮
৬. পাগড়ী বাঁধার পর মাথার পিছন দিকে এক হাত পরিমাণ ঝুলিয়ে রাখা। দেখুনঃ মুসলিম শরীফঃ ১৩৫৯
৭. বিসমিল্লাহ বলে কাপড় খোলা আরম্ভ করা এবং খোলার সময় বাম হাত ও বাম পা আগে বের করা।
দেখুনঃ আমালুল্ইয়াওমি ওয়াল লাইলাহঃ ২৭৪, মুসান্নাফে ইবনে আবী শাইবাহঃ ২৪৯১০
৮. জুতা প্রথমে ডান পায়ে পরা, অতঃপর বাম পায়ে পরা। দেখুনঃ বুখারী শরীফঃ ৫৮৫৫
৯. জুতা খোলার সময় প্রথমে বাম পা থেকে অতঃপর ডান পা থেকে খোলা। দেখুনঃ বুখারী শরীফঃ ৫৮৫৫
১০. পাগড়ী-টুপি পরিধান সুন্নত, সাদা হওয়া পরিপূর্ন সুন্নত, টুপি কাপর বা চামড়ার হতে হবে। খাপড়ী টুপি, সুতার টুপি, সমাজে প্রচলিত বিভিন্ন ধরনের টুপি দ্বারা পুরপূর্ন সুন্নত আদায় হয় না। টুপি গোল হওয়া মাথার সাথে লেগে থাকা সুন্নত, উচু টুপি সুন্নত হওয়ার কোন দলিল পাওয়া যায় না। জুব্বা-পাঞ্জাবী, আবা-কাবা পরিধান সুন্নত, সাদা হওয়া পরিপূর্ন সুন্নত, পাঞ্জাবী পরলে মাদানী পাঞ্জাবী (যে পাঞ্জাবীর হাটুর নিচ থেকে নিচের দিকে অর্ধহাত ফাটা থাকে, আমাদের আদর্শনীয় আকাবিরদের পাঞ্জাবী এমনই ছিলো) পরলে অধিক সুন্নত আদায় হয়। প্যান্ট বা এ ধরনের পোশাকের চেয়ে লুঙ্গি-পায়জামা অধিক উত্তম পোশাক, লুঙ্গি পরিধান করা সুন্নত, পায়জামা পরিধান করা মুস্তাহাব, এগুলো সাদা হওয়া পরিপূর্ন সুন্নত। চাদর-রুমাল পরিধান সুন্নত, সাদা হওয়া পরিপূর্ন সুন্নত। এছাড়া সুন্নতের নিয়তে শানদার, উন্নত, দামী ও নতুন পোশাকও পরিধান করা ভালো, তবে শরীয়তের মাপকাঠী খেয়াল রাখা জরুরী। সকল পোশাক নিসফে সাক হওয়া সুন্নত, এর নিচে জায়েয, টাখনুর নিচে হারাম। দেখুনঃ শরয়ী লেবাস