Rahmania Madrasah Sirajganj

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, ৩ মে ১ শাওয়াল (ঈদুল ফিতর)

আজ ২৯ রমাযান সূর্যাস্তের পর পরই চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশ এর প্রতিনিধিগণ সারাদেশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার ইহতেমাম করেন। মাগরিবের নামাজের পর চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশের প্রধান কার্যালয় রহমানিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা সিরাজগঞ্জ, বাংলাদেশে হযরত মাওলানা ইসমাইল সিরাজী দা. বা. এর সভাপতিত্বে চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশ এর মজলিসে আমেলার বৈঠক অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক চাঁদ গবেষক ও চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশের গবেষকদের তথ্য মতে উল্লেখ্য যে, ২৯ রমাযান চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশের প্রধান কার্যালয়ের স্থানীয় সময় সন্ধ্যা ০৬:৪৫ মিনিটে নতুন চাঁদ ৩৯৮৫৩৬ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে অবস্থান করছিল, তখন চাঁদের বয়স হয়েছিল ০ দিন ১৬ ঘন্টা ১৬ মিনিট ৫৭ সেকেন্ড, আর চাঁদ ছিল ০.৫%, মূলত নতুন চাঁদ দেখার জন্য চাঁদের বয়স কমপক্ষে ২২ ঘন্টা হওয়া জরুরী। অতএব উল্লেখিত তথ্যমতে, ০১ মে ২০২২ ইংরেজি রোজ রবিবার বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা ছিলো না।

এদিকে মজলিসে আমেলার সদস্যগন সিরাজগঞ্জে সূর্যাস্তের পর থেকে চন্দ্রাস্ত পর্যন্ত নতুন চাঁদ দেখার চেষ্টা করেন, বৈঠক চলাকালীন চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশ এর প্রতিনিধিরা দেশের বিভিন্ন জেলা থেকে নিশ্চিত করেন যে, তারা পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখেননি, এ তথ্য ও মজলিসে আমেলার সদস্যগনের মাশওয়ারার ভিত্তিতে মাওলানা ইসমাইল সিরাজী দা. বা. পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে নিশ্চিত সিদ্ধান্ত গ্রহন করেন, অতএব ২৯ তারিখের চাঁদ দেখার সত্যতা শরয়ী ভাবে প্রমাণিত হয়নি, এজন্য আগামীকাল ০২ মে ২০২২ ইংরেজি রোজ সোমবার পবিত্র রমাযান মাসের ৩০ তারিখ পূর্ণ হয়ে আগামী ০৩ মে ২০২২ ইংরেজি রোজ মঙ্গলবার পবিত্র শাওয়াল মাসের ১ তারিখ হবে ইনশাআল্লাহ।

অনুগ্রহপূর্বক উক্ত খবর মুসলিম মিল্লাতের মাঝে ব্যাপক প্রচার-প্রসার করে নিজে দ্বীনি ভাবে উপকৃত হওয়া ও অন্যকে দ্বীনি ভাবে উপকৃত করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

والسلام
সভাপতির পক্ষে
মুফতি হুজায়ফা সিরাজী
নাযিমে ইশাআত (প্রচার সম্পাদক)
চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশ

পড়েছেনঃ 530 জন