১. উযুর সাথে কিবলামুখী হয়ে দু’আ করা। দু’আর শুরুতে আল্লাহর প্রশংসা করা এবং নবী কারীম সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম এর ওপর দরূদ শরীফ পাঠ করা।
দেখুনঃ বুখারী শরীফঃ ২/৯৪৪ হাদিস নং ৬৩৮৩, ২/৯৩৯ হাদিস নং ৬৩৪৩, আবু দাউদ শরীফঃ ১/২০৮ হাদিস নং ১৪৮. তিরমিযী শরীফঃ ২/১৮৬ হাদিস নং ৩৪৭৭
২. উভয় হাত বুক বরাবর রাখা। দেখুনঃ মুসান্নাফে আব্দুর রাজ্জাকঃ ২/২৪৭ হাদিস নং ৩২৩৮
৩. হাতের তালু আসমানের দিকে প্রশস্ত করে রাখা। দেখুনঃ তাবরানী কাবীরঃ ৪/১৩৭ হাদিস নং ৩৮৪২
৪. হাতের আঙ্গুলসমূহ স্বাভাবিক ফাঁকা রাখা। দেখুনঃ মুস্তাদরাকে হাকেমঃ ১/৫১৬ হাদিস নং ১৮৯৯
৫. দু’হাতের মাঝখানে সামান্য ফাঁকা রাখা। দেখুনঃ মুসান্নাফে আব্দুর রাজ্জাকঃ ২/২৫১, হাদিস নং ৩২৪৯
৬. মন দিয়ে আকুতি-মিনতি সহকারে দু’আ করা। দেখুনঃ সুরা আ’রাফ আয়াতঃ ৫৫, ২০৫
৭. আল্লাহর নিকট দু’আর বিষয়টি বিশ্বাস ও দৃঢ়তার সাথে বারবার চাওয়া।
দেখুনঃ বুখারী শরীফঃ ২/১৩৮ হাদিস নং ৬৩৩৮, মুসলিম শরীফঃ ২/৩৪২ হাদিস নং ৬৬৭৮
৮. ইখলাসের সাথে নিঃশব্দে দু’আ করা মুস্তাহাব। দেখুনঃ সূরা আ’রাফঃ ৫৫, ২০৫, বুখারী শরীফঃ ১/৪২০ হাদিস নং ২৯৯২
৯. আল্লাহ পাকের প্রশংসা এবং রাসূল সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম এর ওপর দরূদ-সালাম ও ‘আমীন’ বলে দু’আ শেষ করা। দেখুনঃ সূরায়ে ইউনুসঃ ১০, মুসান্নাফে আব্দুর রাজ্জাকঃ ২/২১৬ হাদিস নং ৩১১৭, আবু দাউদ শরীফঃ ১/১৩৫ হাদিস নং ৯৩৮
১০. মুনাজাতের পর হস্তদ্বয় দ্বারা মুখমণ্ডল মুছে নেয়া। দেখুনঃ আবু দাউদ শরীফঃ ২/১৬৩-১৬৪ হাদিস নং ১৪৮৫, ১৪৯২