আরবী তারিখঃ এখন ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি মুতাবিক, ১১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, রোজ বুধবার, সময় রাত ১০:০১ মিনিট

দুআর দশটি আদব

১. উযুর সাথে কিবলামুখী হয়ে দু’আ করা। দু’আর শুরুতে আল্লাহর প্রশংসা করা এবং নবী কারীম সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম এর ওপর দরূদ শরীফ পাঠ করা।
দেখুনঃ বুখারী শরীফঃ ২/৯৪৪ হাদিস নং ৬৩৮৩, ২/৯৩৯ হাদিস নং ৬৩৪৩, আবু দাউদ শরীফঃ ১/২০৮ হাদিস নং ১৪৮. তিরমিযী শরীফঃ ২/১৮৬ হাদিস নং ৩৪৭৭
২. উভয় হাত বুক বরাবর রাখা। দেখুনঃ মুসান্নাফে আব্দুর রাজ্জাকঃ ২/২৪৭ হাদিস নং ৩২৩৮
৩. হাতের তালু আসমানের দিকে প্রশস্ত করে রাখা। দেখুনঃ তাবরানী কাবীরঃ ৪/১৩৭ হাদিস নং ৩৮৪২
৪. হাতের আঙ্গুলসমূহ স্বাভাবিক ফাঁকা রাখা। দেখুনঃ মুস্তাদরাকে হাকেমঃ ১/৫১৬ হাদিস নং ১৮৯৯
৫. দু’হাতের মাঝখানে সামান্য ফাঁকা রাখা। দেখুনঃ মুসান্নাফে আব্দুর রাজ্জাকঃ ২/২৫১, হাদিস নং ৩২৪৯
৬. মন দিয়ে আকুতি-মিনতি সহকারে দু’আ করা। দেখুনঃ সুরা আ’রাফ আয়াতঃ ৫৫, ২০৫
৭. আল্লাহর নিকট দু’আর বিষয়টি বিশ্বাস ও দৃঢ়তার সাথে বারবার চাওয়া।
দেখুনঃ বুখারী শরীফঃ ২/১৩৮ হাদিস নং ৬৩৩৮, মুসলিম শরীফঃ ২/৩৪২ হাদিস নং ৬৬৭৮
৮. ইখলাসের সাথে নিঃশব্দে দু’আ করা মুস্তাহাব। দেখুনঃ সূরা আ’রাফঃ ৫৫, ২০৫, বুখারী শরীফঃ ১/৪২০ হাদিস নং ২৯৯২
৯. আল্লাহ পাকের প্রশংসা এবং রাসূল সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম এর ওপর দরূদ-সালাম ও ‘আমীন’ বলে দু’আ শেষ করা। দেখুনঃ সূরায়ে ইউনুসঃ ১০, মুসান্নাফে আব্দুর রাজ্জাকঃ ২/২১৬ হাদিস নং ৩১১৭, আবু দাউদ শরীফঃ ১/১৩৫ হাদিস নং ৯৩৮
১০. মুনাজাতের পর হস্তদ্বয় দ্বারা মুখমণ্ডল মুছে নেয়া। দেখুনঃ আবু দাউদ শরীফঃ ২/১৬৩-১৬৪ হাদিস নং ১৪৮৫, ১৪৯২

Loading