আরবী তারিখঃ এখন ৯ জিলকদ ১৪৪৪ হিজরি মুতাবিক ৩০ মে ২০২৩ খ্রিস্টাব্দ, সময় সকাল ১১:২৭ মিনিট
এলানঃ-
আগামী ২৩ জুন রোজ শুক্রবার খানকাহে ইমদাদিয়া আশরাফিয়ার মাসিক এহইয়ায়ে সুন্নত ইজতেমা রহমানিয়া ইমদাদুল উলুম মাদরাসা সিরাজগঞ্জ প্রাঙ্গনে আসরের নামাজের পর থেকে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনি স্ববান্ধবে আমন্ত্রিত। সুন্নত মতো জিন্দেগী, এটাই খোদার বন্দেগী।

নোয়াখালীতে ময়দানে রয়েছেন মাওলানা মাহমুদুল হাসান গুনবী

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সারাদেশে হরতাল পালিত হচ্ছে, হরতালের সমর্থনে দেশের বিভিন্ন স্থানে মাঠে রয়েছে হেফাজত কর্মীরা, আমাদের নোয়াখালি সংবাদদাতা জানিয়েছেন নোয়াখালীতে মাওলানা মাহমুদুল হাসান গুনবী ও স্থানীয় হেফাজত নেতারা মাঠে হরতালের সমর্থনে পিকেটিং করছে।

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *