ইতিহাসের জঘণ্যতম স্বঘোষিত অযোগ্য মুহাক্কিক হওয়ার নির্লজ্জ দাবিদার নাসিরুদ্দীন আলবানীর তাহকীক গ্রহণযোগ্য নয়।কারণ,
১/ হাদিস শাস্ত্রে তার কোনো শায়খ নাই।
২/ সে মূলত স্বঘোষিত মুহাদ্দিস।
৩/ সে পূর্ববর্তী মুহাদ্দিসদের লিখিত হাদিসের কিতাবে অনাধিকার চর্চা করতঃ বিভক্তি এবং খন্ডন সৃষ্টি করেছে।
৪/ সে বুখারী-মুসলিমের মত বিশুদ্ধ হাদিস গ্রন্থদ্বয়ের ১৭টি হাদিসের উপর আপত্তি তুলেছে।
৫/ সে বিভিন্ন হাদিস বিশারদগণের উপর মিথ্যা আরোপ করেছে।
৬/ সে তার মতের পক্ষে গেলে হাদিসকে সহিহ বলে দিয়েছে আর বিপক্ষে গেলেই তাকে জয়ীফ বলতে দ্বিধা করেনি।
৭/ সে একই হাদিসকে তার লিখিত এক কিতাবে সহিহ আবার আরেক কিতাব জাল বলে ব্যক্ত করে স্ববিরোধী বক্তব্য প্রদান করেছে।
৮/ এই দুনিয়াতে সেই সর্ব প্রথম নারী-পুরুষের নামাযের স্বীকৃত পার্থক্যকে অস্বীকার করেছে।
৯/ সে আরব বিশ্বের আহলে হাদিসদের সবচেয়ে বড় মূখপাত্র।
১০/ সে তার বিভিন্ন কিতাবে হাদিসের রেফারেন্সের নামে নির্জলা মিথ্যাচার করেছে। এমন এমন রেফারেন্স পেশ করেছে, যা গোটা হাদিসের জগৎজুড়ে অনুপস্থিত।
এসব কথা শুধু অভিযোগই নয়, বরং প্রমাণীত ও লিখিতও বটে।বিস্তারিত জানতে পড়ুন শায়খ হাসান আস-সাক্ক্বাফ এর লেখা ” تناقضات الألباني ” এবং শায়খ হাবীবুর রহমান আ’জমীর লেখা ” الألباني شذوذه و أخطاءه ” ।
পড়েছেনঃ 274 জন