এ বিভাগে দাওরায়ে হাদিস উত্তীর্ণ ত্বলিবে ইলমগণ ৬ মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ নিতে পারবেন। এর জন্য প্রথম ৬ মাস একটি ব্যাচ, পরের ৬ মাস আরেকটি ব্যাচ প্রশিক্ষণ নিতে পারবেন। প্রশিক্ষণ শেষে অবশ্যই সার্টিফিকেট প্রদান করা হবে। এ বিভাগটি বিভিন্ন দ্বীনি মাদরাসার কম্পিউটার বিভাগের ঘাটতি পূরণ ও মাদরাসার ছাত্রদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে খোলা হয়েছে। প্রশিক্ষণ চলাকালীন সময় প্রশিক্ষণের পাশাপাশি ত্বলিবে ইলমদের গুরুত্বপূর্ণ আমল সমূহের উপর পারদর্শী করে তোলার চেষ্টা করা হয়। এ বিভাগে ভর্তি হতে প্রথমত দরখাস্ত ফরম সংগ্রহ করতে হবে, দরখাস্ত ফরম দফতরে তালিমাতে জমা দেয়ার পর পরবর্তী দিক নির্দেশনা অনুযায়ী ভর্তি হতে হবে।
দরখাস্ত ফরম ডাউনলোড করুন।