যেভাবে শুরু
১৫ জুমাদাল আখিরাহ ৪২ হি. মুতাবিক ২৯ জানুয়ারী ২১ ইং রোজ শুক্রবার ’মাসিক এহইয়ায়ে সুন্নত ইজতেমা’ এর ব্যানারে রহমানিয়া ইমদাদুল উলুম মাদরাসা সিরাজগঞ্জ এর সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার বাদ মাগরিব হযওতওয়ালা মুরশিদুস সুন্নাহ মুফতি সুহাইল দা. বা. এর বয়ান ও দুআর মাধ্য খানকাহে ইমাদদিয়া আশফিয়ার কার্যক্রম শুরু হয়।