যেভাবে শুরু
১৫ জুমাদাল আখিরাহ ৪২ হি. মুতাবিক ২৯ জানুয়ারী ২১ ইং রোজ শুক্রবার ’মাসিক এহইয়ায়ে সুন্নত ইজতেমা’ এর ব্যানারে রহমানিয়া ইমদাদুল উলুম মাদরাসা সিরাজগঞ্জ এর সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার বাদ মাগরিব হযওতওয়ালা মুরশিদুস সুন্নাহ মুফতি সুহাইল দা. বা. এর বয়ান ও দুআর মাধ্য খানকাহে ইমাদদিয়া আশফিয়ার কার্যক্রম শুরু হয়।
লক্ষ্য ও উদ্দেশ্য
- উলামা, তালাবা ও জনসাধারণ কিভাবে তাদের ঈমান ও আমল দুরস্ত করতে পারে এ ব্যাপারে সঠিক দিকনির্দেশনা প্রদান করা।
- জীবনের প্রতিটি ক্ষেত্রে কিভাবে রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নত সমূহ বাস্তবায়ন করা যায় এটার মশকে আমলী বা প্রাকটিক্যাল ট্রেনিং সম্পাদন করা।
- রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লামের রেখে যাওয়া সুন্নত সমূহের মধ্যে থেকে মৃত সুন্নতগুলো পুনরায় জীবিত করার আপ্রাণ চেষ্টা করা।
- আমরা যেহেতু সব সময় দুনিয়াবী ব্যস্ততায় থাকি, তাই সময় বের করে কিভাবে নেক আমল করা যায় এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনার চেষ্টা করা।
- কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন পরিচালনার জন্য একটি সম্মিলিত উদ্যোগই হল খানকাহে ইমদাদিয়া আশরাফিয়ার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
বর্তমান কার্যক্রম যেভাবে চলছে
মামুলাতে খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া
- প্রতি ইংরেজী মাসের শেষ বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার মাগরিব পর্যন্ত ২৪ ঘন্টার মাসিক এহইয়ায়ে সুন্নত ইজতেমা। (রহমানিয়া ইমদাদুল উলুম মাদরাসা সিরাজগঞ্জ এর কেন্দ্রীয় জামে মসজিদে)
- প্রতি ইংরেজী মাসের তৃতীয় শুক্রবার মাগরিবের পর মাসিক এহইয়ায়ে সুন্নত ইজতেমা (রহমানিয়া নুরুল উলুম মাদরাসা ফরিদপুর, পাবনা এর কেন্দ্রীয় জামে মসজিদে)
- প্রতি বছর জুমাদাল আখিরাহ/যে কোন আরবী মাসের শেষ সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী বাৎসরিক এহইয়ায়ে সুন্নত ইজতেমা। (রহমানিয়া ইমদাদুল উলুম মাদরাসা সিরাজগঞ্জ এর কেন্দ্রীয় জামে মসজিদে)