আরবী তারিখঃ এখন ৯ জিলকদ ১৪৪৪ হিজরি মুতাবিক ৩০ মে ২০২৩ খ্রিস্টাব্দ, সময় সকাল ১০:১৮ মিনিট
এলানঃ-
আগামী ২৩ জুন রোজ শুক্রবার খানকাহে ইমদাদিয়া আশরাফিয়ার মাসিক এহইয়ায়ে সুন্নত ইজতেমা রহমানিয়া ইমদাদুল উলুম মাদরাসা সিরাজগঞ্জ প্রাঙ্গনে আসরের নামাজের পর থেকে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনি স্ববান্ধবে আমন্ত্রিত। সুন্নত মতো জিন্দেগী, এটাই খোদার বন্দেগী।

কারানির্যাতনের বিবরন কেমন হবে? চলুন এক নযর দেখে আসি!

“পুরুষাঙ্গের সাথে তিন কেজির পাথর ঝুলিয়ে দিয়েছে- এমন একজন রাজশাহী নিবাসী একজন ব্যবসায়ী বন্দী আমি দেখেছি ঢাকা কেন্দ্রীয় কারাগারে। একই বন্দীকে ডিবি কার্যালয়ে দুই চোখে আঙ্গুল দিয়ে সজোরে খোজা মেরেছে। ঘটনার এক মাস পর দেখেছি তার এক চোখের অর্ধেকটা জুড়েই লাল রক্তের থোকা জমাট বাধা আছে। এমন বন্দীও দেখেছি, যার পুরুষাঙ্গের সাথে বিদ্যুতের ক্লিপ লাগিয়ে দিয়ে বিদ্যুৎ সংযোগ চালু করে দেয়া হয়েছে।

উলঙ্গ করে দশজন মানুষের সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করেছে আলেম ও দ্বীনদার মানুষকে। পায়খানার রাস্তা দিয়ে একের পর এক গরম ডিম বা ঠান্ডা বরফ ঢুকিয়ে দিয়েছে। এমন বন্দীও দেখেছি, হাত-পায়ের সমস্ত নখগুলোকে প্লাস দিয়ে টেনে টেনে তুলে নিয়েছে। হাতের আঙ্গুলের ভিতর পিন ঢুকিয়ে দিয়েছে অতঃপর সেই পিনের মাথায় অনবরত আঘাত করেছে বা গ্যাস লাইটে আগুন ধরিয়ে পিনের মাথায় উত্তাপ দিয়েছে এতে আঙ্গুলের মধ্যে ঢুকানো সম্পূর্ণ পিন গরম হয়ে আঙ্গুলের মাথা পুড়ে কালো হয়ে গেছে। দুই হাতে হ্যান্ডকাপ পরিয়ে শূন্যে ঝুলিয়ে রেখেছে বা দু পা উপরে দিয়ে ঝুলিয়ে রেখেছে ঘন্টার পর ঘন্টা। বন্দীর সামনে তার স্ত্রীকে, বোনকে বা মাকে এনে উলঙ্গ করে ফেলেছে। এমন বন্দীও আছে যার স্ত্রীকে এনে উপর্যুপরি ধর্ষণ করেছে।

ষোল বার ধর্ষণ করা হয়েছে একজনের স্ত্রীকে এমন ঘটনাও ঘটেছে। আঠারো- বিশ বছরের একটি ছেলেকে দেখেছি তাকে উপুড় করে ফেলে পিঠের উপর গাড়া দিয়ে দুই হাত পেছন দিকে মুড়ে উভয় হাতের হাড্ডি ভেঙ্গে ফেলেছে। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনকে দেখেছি রিমান্ডের নির্যাতনে কোমর থেকে নিচের দিকে অচল হয়ে আছে। এমন বন্দীও দেখেছি, মাসের পর মাস হ্যান্ডকাপ পরিয়ে রেখেছে পিঠের পেছন দিকে হাত মুড়িয়ে। টানা ৩৬ দিন হ্যান্ডকাপ পরিয়ে হাত উচু করে বেধে দাঁড় করিয়ে রেখেছে। কাশিমপুর হাই সিকিউরিটি সেল চন্দ্রার পঞ্চম তলায় পূর্ব ব্লক যেখানে আমি আছি, এখানেই একজন বন্দী আমাদের সাথে আমার পাশের রুমেই থাকেন। জুয়েল ভাই। নারায়নগঞ্জের মমিন উল্লাহ ডেভিডের ছোট ভাই তিনি। স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন।

গ্রেফতার হয়েছেন ১৯৯৭ সালে। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদের নামে টর্চার করা হয়। ২০০৮ সালে র্যাবের টর্চার সেলে তার উপর টর্চার করে যৌথ বাহিনীর টিম। টর্চারের এক পর্যায়ে গলায় পাড়া দিয়ে চেপে ধরে শ্বাসরুদ্ধ করে। জুয়েল ভাই শ্বাসরুদ্ধ হয়ে মারা যাননি। কিন্তু শ্বাসরুদ্ধ না হলেও তিনি বাকরুদ্ধ হয়ে আছেন আজ পাঁচ বছর যাবত। বিএনপি’র গ্রুপিংয়ের শিকার হয়ে গ্রেফতার হওয়া তরতাজা যুবক জুয়েল ভাইয়ের বাকরুদ্ধ বোবা অবস্থা দেখলে দুঃখ হয় তার জন্য। আর মনের মধ্যে তোলপাড় সৃষ্টি করে একটি প্রশ্ন- এভাবে আর কত মায়ের ছেলে শিকার হবে এমন রিমান্ড নির্যাতনের? মিরপুর থানায় ৭২ বছর বয়সী একজন মসজিদের ইমামকে হেফাজতের মামলায় দুই হাত বেধে দুই হাতের কব্জি পর্যন্ত উপর্যুপরি লাঠির আঘাত করেছে। আঘাতের কারণে হাত ফুলে পচন ধরে গিয়েছে। এমন ভয়ংকর সব টর্চার চালানো হয় রিমান্ডে।”

আমার অনুরোধ বাংলাদেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে সকল প্রশাসনিক কার্যনির্বাহীরা এই পোষ্টটি পড়ুন, এবং প্রশ্নগুলির জবাব নিজেকে নিজে দিন- এই কি সেই সোনার বাংলা? নাকি কোনো আফ্রিকার গহীন জঙ্গল? এমন দেশ কি আমরা চেয়েছিলাম? এ জন্য কি যুদ্ধ হয়েছিল একাত্তরে? তাহলে আমরা কেনো পাক বাহিনীকে দুষি? এর নাম কি গণতন্ত্র নাকি রাষ্ট্রীয় মাস্তানতন্ত্র। রাষ্ট্র এখানে আইনের মোড়কে অত্যাচার করছে! এখানে আছে আদালত, যারা এসব দেখেও দেখে না? আছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী, যারা সরকারের মাস্তান হয়ে মানুষের ওপর চালায় এই সব অনাচার! তাদের অপরাধ- কেবল ভিন্ন মত! যে দেশের সরকার এমন নির্মম হয় তারই নাগরিকের ওপর, সে দেশ টিকবে কি করে? এ সব অমানবিক নির্মম অত্যাচারে কি আল্লাহর আসমান কেঁপে উঠে না?

পরে যখন গজব নামে, তখন দোষ দেই আল্লাহর! শুনতে পাই, দেশের অনেক নাগরিক নিরাপত্তার জন্য দেশ ছাড়ছে নানান অযুহাতে। কেউ ইমিগ্রান্ট, সেকেন্ড হোম, চাকরী, পড়াশুনা, আবার কেউ ভিজিট ভিসায় অবৈধ হয়েও যাচ্ছে। দেশের অনিশ্চিত জীবনের চেয়ে বিদেশে অবৈধ জীবনও নাকি নিরাপদ! বাংলাদেশ রাষ্ট্র এখন সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠছে, এখানে যে কেউ যখন তখন এর নিগড়ে পড়ে তার জীবন শেষ। কে বাস করবে এই দেশে? তবে কি এভাবেই ধংস হয়ে যাবে এ সভ্যতা?

মহামান্য রাষ্ট্রপতি। আজই থামান। এ দায়িত্ব আপনার।
সংকলন: “কারাগার থেকে বলছি”
লেখক: মাওঃ মামুনুল হক হাফিযাহুল্লাহ।

Loading