Rahmania Madrasah Sirajganj

আরবী তারিখঃ এখন ৮ রমজান ১৪৪৪ হিজরি, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার সন্ধ্যা ৬:৫৭ মিনিট (প্রতিদিন মাগরিবের পর তারিখ পরিবর্তন হয়)

কাবুলে তালেবানের শান্তিপূর্ণ প্রবেশ মক্কা বিজয়কে স্মরণ করিয়ে দিয়েছে : মুফতী ত্বাকী উসমানী দা. বা.

আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের শান্তিপূর্ণ প্রবেশ মক্কা বিজয়কে স্মরণ করিয়ে দিয়েছে মন্তব্য করেছেন বিশ্ব বিখ্যাত ইসলামী স্কলার ও পাকিস্তানের সাহেব বিচারপতি মুফতী ত্বাকী উসমানী

গতকাল (১৬ আগস্ট) অফিশিয়াল টুইটারে এক টুইট বার্তায় মুফতী ত্বাকী উসমানী বলেন, ”কাবুলে তালেবানের শান্তিপূর্ণ প্রবেশ, সাধারণ ক্ষমা ও নিরাপত্তার স্বীকৃতি মক্কা বিজয়কে স্মরণ করিয়ে দিয়েছে।”

তিনি আরো বলেন, ”দুনিয়ার প্রযুক্তি সম্পন্ন পরাশক্তিদের এই বার্তা দেয় যে, কোনো শক্তিই ঈমানের শক্তির কাছে টিকতে পারেনা। এর জন্য অবশ্য যেকোনো কুরবানির জন্য প্রস্তুত থাকতে হবে। আফসোস! মুসলিম বিশ্ব যদি এর থেকে শিক্ষা গ্রহণ করতো।”

পড়েছেনঃ 205 জন