আরবী তারিখঃ এখন ১৬ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি মুতাবিক ২ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ, সময় রাত ৪:৪৭ মিনিট
এলানঃ-
১. আগামী ২৭ অক্টোবর রোজ শুক্রবার খানকাহে ইমদাদিয়া আশরাফিয়ার মাসিক সুন্নতী ইজতেমা রহমানিয়া ইমদাদুল উলুম মাদরাসা সিরাজগঞ্জ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

ওয়াজের জন্য যারা চুক্তি করে টাকা নেন তারা আলেম নামের কলঙ্ক, -আল্লামা ওলীপুরী দা. বা.

ওয়াজ করার জন্য সেসব আলেম চুক্তি করে টাকা নেন তারা আলেম নামের কলঙ্ক বলে মন্তব্য করেছেন দেশের প্রখ্যাত আলেমে দীন ও বিশিষ্ট বক্তা মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী।

তিনি বলেন,  ফেসবুকে দেখলাম, একজন আলেম চুক্তি করে পঞ্চাশ হাজার টাকা নিয়েও মাহফিলে যান নি। যারা চুক্তি করে পয়সা নিয়ে মাহফিলে যান তারা আলেম নামের কলঙ্ক।

গত কয়েকদিন আগে চৌধুরীপাড়ায় শেখ জনুরুদ্দীন দারুল কুরআন মাদরাসা আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান অতিথির আলোচনায় মাওলানা ওলীপুরী একথা বলেন।

মাওলানা ওলীপুরী বলেন, আলেম তো সবার আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবেন, ইলম শেখাবেন এবং সর্বস্তরের জনগণকে আল্লাহর প্রতি ডাকবেন।

তিনি বলেন, আলেম দুই প্রকার।এক. সমাজের দৃষ্টিতে আলেম।সমাজের দৃষ্টিতে আলেম পড়ালেখা করেছে তবে কাজে বাস্তবায়ন নেই। আমলে নেই।

দুই. যিনি ইলম অনুযায়ী আমল করে এবং সেমতে জীবনযাপন করে। আল্লাহর দৃষ্টিতে তিনিই আলেম। মৌলিকভাবে কওমি মাদরাসার উদ্দেশ্যই হলো ইলমানুযায়ী জীবনযাপন করে এমন আলেম তৈরি করা।

Loading