আরবী তারিখঃ এখন ১৬ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি মুতাবিক ২ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ, সময় রাত ৪:৩৩ মিনিট
এলানঃ-
১. আগামী ২৭ অক্টোবর রোজ শুক্রবার খানকাহে ইমদাদিয়া আশরাফিয়ার মাসিক সুন্নতী ইজতেমা রহমানিয়া ইমদাদুল উলুম মাদরাসা সিরাজগঞ্জ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

ইশরাকের নামাজের পর থেকে যুহরের নামাজ আদায়সহ মামুলাতে রহমানিয়া মাদরাসা

  • ইমাম সাহেব ইশরাকের নামাজ পড়ার নির্দেশনা প্রদান করলে সকলেই ইশরাকের নামাজ আদায় করেন এবং এরপর ছাত্ররা মাদরাসার দেয়া নির্দিষ্ট সিমানার মধ্যে নির্দিষ্ট সময় হাটাহাটি করেন।
  • ইশরাকের নামাজ আদায়ের পর কিতাব বিভাগের ত্বলাবাদের যথারীতি মশকে কালামে পাক শুরু হয়।
  • এরপর সময় হলে নাস্তা দেয়া হয়, মাদ্রাসার দেয়া নির্দিষ্ট সময়ের মধ্যে নাস্তা অজু ও ইস্তিঞ্জা শেষ করে সকল ত্বলাবা-আসাতিযাগন মসজিদের জমায়েত হন।
  • এখানে ১৫ মিনিটের মধ্যে ১. কসিদায়ে দুআইয়্যাহ, ২. عقائد اسلامہ (আকাইদে ইসলামিয়্যাহ), ৩. اسمائے حسنیٰ (আসমায়ে হুসনা) ও ৪. তিলাওয়াতে কালামে পাক পরিবেশন করা হয়। প্রতিদিন নির্বাচিত একজন তালিবে ইলম নির্ধারিত বিষয় পরিবেশন করেন।
  • তিলাওয়াতে কালামে পাক শেষ করার পর একজন উস্তাদ সকলকে নিয়ে সম্মিলিত ভাবে সংক্ষিপ্ত দুআ পরিবেশন করেন। মুলত দুআর মাধ্যমে দৈনিক কার্যক্রম সমূহ শুরু হয়।
  • এরপর সকল বিভাগের ত্বলাবাগন নিজ নিজ দরসগাহে চলে যান, দুপুর ১২টা পর্যন্ত যথারীতি ত্বলাবা-আসাতিযাগন লেখাপড়ায় মশগুল থাকেন।
  • এরপর খানার ঘন্টা বাজানো হয়, মাতবাখ থেকে দুপুরের খানা গ্রহণ করে খানা খেয়ে কাইলুলার পর নামাজ শুরু হওয়ার আধা ঘন্টা পূর্বে মুআজ্জিন সাহেব আযান দিলে অবশ্যই নামাজের ২০ মিনিট পূর্বে সকল প্রয়োজন শেষ করে সকলেরই মসজিদে যুহরের নামাযের উদ্দেশ্যে উপস্থিতি বাধ্যতামূলক।
  • মসজিদে উপস্থিত হয়ে প্রথমে যুহরের ৪ রাকাত সুন্নত নামাজ এবং বাকি সময় পবিত্র কালামে পাকের তিলাওয়াত এবং ইকামতের ৫ মিনিট পূর্বে ইনফেরাদী ভাবে খাস দুআর ইহতেমাম করা হয়।
  • এরপর ইকামত হয়, সঠিক সময়ে যুহরের নামাজ অনুষ্ঠিত হয়, ইমাম সাহেব তিওয়ালে মুফাসসাল এর ক্বিরাআতের মাধ্যমে যুহরের নামাজ আদায় করান।
  • যুহরের নামাজের পর সুন্নত নামাজ আদায় শেষে খতমে খাজেগানের আমল অনুষ্ঠিত হয়।
  • তারপর মাদ্রাসার সমস্ত হাজতকে সামনে রেখে সম্মিলিত দুআ পরিবেশন হয়, দুআ শেষে সকল ত্বলাবা-আসাতিযাগন নিজ নিজ দরসগাহে চলে যান, একটানা আসরের আজান পর্যন্ত দরস ও তাদরীস চলতে থাকে।

বিস্তারিত জানতে আমাদের “মামুলাতে মাদরাসা” কিতাবটি পড়ুন