১. অসুস্থ ভাই-বন্ধুর সাক্ষাতে যাওয়া। দেখুনঃ বুখারী শরীফঃ ১/৪২৮
২. অসুস্থ ব্যক্তি থেকে তার অবস্থা জিজ্ঞাসা করা। দেখুনঃ শুআবুল ইমান লিলবাইহাকীঃ ৬/৫৩৯
৩. অসুস্থ ব্যক্তিকে সর্বপ্রকারের সান্তনা দেয়া। দেখুনঃ তিরমিজি শরিফঃ ২/২৯
৪. অসুস্থ ব্যক্তির সামনে اَسْأَلُ اللّٰهَ الْعَظِيْمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيْمَ اَن يَّشْفِيَكَ দুআটি ৭ বার পড়া। দেখুনঃ আবু দাউদ শরীফঃ ২/৪৪২
৫. এরপর لَا بَأْسَ طُهُوْرٌ اِنْشَاءَ اللّٰهُ تَعَالٰي দুআ পড়া। দেখুনঃ বুখারী শরীফঃ ১/৫১১
৬. অসুস্থ ব্যক্তির কপালে হাত রেখে তার সুস্থতার জন্য اَللّٰهُمَّ اَذْهِبِ الْبَأَسَ رَبَّ النَّاسِ وَ اشْفِ اَنْتَ الشَّافِيْ لَا شِفَاءَ اِلَّا شِفَاءُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا দুআ পড়া। দেখুনঃ বুখারী শরীফঃ ২/৮৪৭
৭. অসুস্থ ব্যক্তির সাক্ষাতে যাওয়ার জন্য কোন দিন নির্দিষ্ট না করা। দেখুনঃ উসওয়ায়ে রসুলে আকরাম সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লামঃ ৫৭৪
৮. অসুস্থ ব্যক্তি কোন কিছু চাইলে তাকে সেটা দেয়া, যদি তার জন্য সেটা ক্ষতিকর না হয়। দেখুনঃ ইবনে মাজাহ শরীফঃ ১০৪
৯. সাক্ষাৎ শেষে দ্রুত ফিরে আসা। দেখুনঃ শুআবুল ইমান লিলবাইহাকীঃ ৬/৫৪২
১০. কোন অসুস্থ বা মুসিবতগ্রস্ত ব্যক্তিকে দেখলে আস্তে আস্তে اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ عَافَانِيْ مِمَّا ابْتَلَاكَ بِهٖ وَ فَضَّلَنِيْ عَلٰي كَثِيْرٍ مِّمَّنْ خَلَقَ تَفْضِيْلًا দুআ পড়া। ইনশাআল্লাহ উক্ত অসুস্থতা ও মুসিবত থেকে আল্লাহ তাআলা পাঠকারীকে হিফাজত করবেন। দেখুনঃ তিরমিজি শরিফঃ ৩৪৩১, ৩৪৩২
১১. অসুস্থ ব্যক্তির কাছে নৈরাশ্বতামূলক কোনো কথা না বলা। দেখুনঃ তিরমিজি শরিফঃ ২/২৯
১২. অসুস্থ ব্যক্তির কাছে নিজের জন্য দুআ চাওয়া, কেননা অসুস্থ ব্যক্তির দুআ কবুল হয়। দেখুনঃ ইবনে মাজাহ শরীফঃ ১০৪
১৩. অসুস্থ ব্যক্তিকে ভালো ও সৎকাজের নির্দেশ দেয়া। দেখুনঃ মুসলিম শরীফঃ ১/৩০০
১৪. অসুস্থ ব্যক্তির ব্যাপারে কারো প্রশ্নের উত্তরে অসুস্থ ব্যক্তির অবস্থা আল্লাহ তাআলার রহমতে আগের চেয়ে ভালো মন্তব্য করা।
দেখুনঃ বুখারী শরীফঃ ২/৯২৭
১৫. অসুস্থ ব্যক্তির মধ্যে মৃত্যুর প্রভাব প্রকাশ হলে, কালিমায়ে ত্বয়্যিবার তালকিন করতে থাকা। দেখুনঃ মুসলিম শরীফঃ ১/৩০০