Rahmania Madrasah Sirajganj

আরবী তারিখঃ এখন ৩ রমজান ১৪৪৪ হিজরি, ২৬ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার সকাল ১১:০৩ মিনিট (প্রতিদিন মাগরিবের পর তারিখ পরিবর্তন হয়)

আল্লামা তকী উসমানী দা. বা.কে হত্যাচেষ্টা সন্ত্রাসী আটক!

পাকিস্তানের প্রখ্যাত আলেম আল্লামা তাকী উসমানীর উপর হামলার চেষ্টা করা হয়েছে। তবে তিনি নিরাপদ রয়েছেন।

আজ বৃহস্পতিবার করাচীর দারুল উলূম কোরঙ্গীতে ফজরের নামাজের পর হামলার চেষ্টা করা হয়।

জানা যায়, ফজরের নামাজের পর হামলাকারী মুফতি তকি উসমানীর সঙ্গে কথা বলার জন্য আসেন। কথা বলার সময় হামলাকারী পকেট থেকে ছুরি বের করেন। মুফতি তাকি উসমানীর সাথে থাকা গার্ড তাৎক্ষনিক হামলাকারীকে ধরে ফেলে এবং তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।

এসএসপি কোরঙ্গি শাহ জাহান জানান, হামলাকারী গুলিস্তান-জৌহরের বাসিন্দা। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।

মুফতি জোবায়েব জানান, ফজরের পর এক ব্যক্তি মুফতি তাকি উসমানীর সাথে দেখা করতে চান। ওই ব্যক্তি বলেন, তিনি দূর থেকে এসেছেন। মুফতি তাকি উসমানীর সাথে জরুরি কথা বলতে চান।উল্লেখ্য, দুই বছর পূর্বে মার্চ মাসে দারুল উলূম করাচিতে মুফতি তকি উসমানীর গাড়িতে হামলা চালানো হয়। গাড়িতে তিনি, তার স্ত্রী ও দুই নাতি-নাতনিও ছিলেন। হামলায় তার দুইজন গার্ড শহীদ হয় এবং বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা আমির শেহাব ও মুফতি তাকী উসমানী আহত হন।

পড়েছেনঃ 198 জন