আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর মৃত্যুতে মাওলানা ইসমাইল সিরাজী দা. বা. এর শোক বার্তা!

শোক বার্তা

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দারুল উলুম হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস হযরত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. বাংলাদেশের সকল ওলামায়ে কেরামের মুরুব্বী হিসেবে দায়িত্বরত ছিলেন, হযরতের অসংখ্য অবদান বাংলাদেশের মসজিদ মাদ্রাসা ও ধর্মীয় অঙ্গনে বিশেষভাবে প্রতীয়মান হয়, বাতিলের সামনে লোভের মুখে কখনই তিনি ঈমান বিক্রি করেননি, শত শত কষ্ট বুকে নিয়ে জীবন কাটিয়েছেন কখনো কোনো অভিযোগ করেননি, হাজারো কঠিন অবস্থাতেও তিনি হকের উপর অটল ছিলেন, আল্লাহ তাআলা হযরতের সকল প্রকার গুনাহ-খাতা মাফ করে দিন, জান্নাতুল ফিরদৌসের আলা মাকাম নসিব করুন, সাথে সাথে পরিবার-পরিজন ও ভক্তবৃন্দকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করুন, আমিন।

মজলিসে এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ ও চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশ এর পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি, এ প্রতিষ্ঠানদ্বয়ের সাথে সম্পৃক্ত সকলকে হযরতের ইসালে সওয়াব এর উদ্দেশ্যে নিজ নিজ অবস্থান থেকে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে, কমপক্ষে একবার সূরা ফাতিহা ও ৩ বার সূরা ইখলাস পাঠ করে তার সওয়াব ইসাল করার জন্য নির্দেশ প্রদান করা গেল। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।

ইসমাইল সিরাজী

রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ।

Loading