Rahmania Madrasah Sirajganj

আরবী তারিখঃ এখন ৮ রমজান ১৪৪৪ হিজরি, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার সন্ধ্যা ৬:১৭ মিনিট (প্রতিদিন মাগরিবের পর তারিখ পরিবর্তন হয়)

আমার কোনো ফেসবুক একাউন্ট নেই, কেউ প্রতারিত হবেন না: মুফতি আরশাদ রহমানী দা. বা.

মুফতি আরশাদ রহমানী। তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের সভাপতি ও মারকাযুল ফিকরিল ইসলামী বসুন্ধরা ঢাকার মহাপরিচালক। ফেসবুকের সার্চ বারে গিয়ে তার নাম লিখতেই চলে আসে অসংখ্য আইডি, পেজ ও গ্রুপ। এসব জায়গা থেকে তার বরাত দিয়ে প্রচার করা হচ্ছে নানা তথ্য। যার মাধ্যমে অনেকেই নানা সময়ে বিভ্রান্ত হচ্ছেন। অথচ ভার্চুয়াল জগতের সঙ্গে তেমন পরিচিত নন তিনি। নেই কোনো নিজস্ব ফেসবুক একাউন্ট।ফেসবুকে তার নামে ছড়িয়ে পড়া একাউন্ট, পেজ ও গ্রুপ বিষয়ে সম্প্রতি অবগত হয়েছেন তিনি। বিষয়গুলো জানতে পেরে তিনি কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।
মুফতি আরশাদ রহমানী বলেন, ‘ফেসবুকে আমার কোনো একাউন্ট নেই এবং ভবিষ্যতেও খোলার কোনো পরিকল্পনা নেই। এ জগৎ থেকে আমি দূরে থাকতে চাই। তবে আমি জানতে পেরেছি, আমার নামে ফেসবুকে একাধিক অ্যাকাউন্ট খোলা হয়েছে; যার সঙ্গে আমার কোনো নুন্যতম সম্পর্ক নেই। যারা এ একাউন্টগুলো চালাচ্ছে তারা আমার কাছ থেকে কোনো অনুমতিও পায়নি। তাছাড়া তাদেরকে আমি অনুমতি দেয়ার কোনো প্রশ্নই আসে না।’
তিনি বলেন, ‘সবাইকে অনুরোধ করছি, কেউ কোনোভাবেই এসব ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারিত হবেন না।’ প্রয়োজনে অতিশীঘ্রই আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

পড়েছেনঃ 188 জন