Rahmania Madrasah Sirajganj

আরবী তারিখঃ এখন ৯ রমজান ১৪৪৪ হিজরি, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার সন্ধ্যা ৭:৪৬ মিনিট (প্রতিদিন মাগরিবের পর তারিখ পরিবর্তন হয়)

আগামীকালের প্রতিবাদ সমাবেশ স্থগিত; —ইসলামী আন্দোলন বাংলাদেশ

বৈশ্বিক মহামারি ‘করোনা’র প্রকোপ বেড়ে যাওয়ায় পূর্ব ঘোষিত আগামীকালের (১লা এপ্রিলের) কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

গত ২৮ মার্চ হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতাল চলাকালে এক সমাবেশ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এ গণসমাবেশ কর্মসূচির ঘোষণা করেছিলেন।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী দিবসে ঢাকা, হাটহাজারী, ব্রাহ্মণবাড়ীয়া এবং হরতালের দিন সর্বমোট মাদরাসা ছাত্রসহ ১৭ শহীদ করার প্রতিবাদে এবং ৬ দফা দাবি মেনে নেয়ার দাবিতে এ গণসমাবেশ হওয়ার কথা ছিল।

May be an image of text that says ‘বিশেষ ঘোষণা বেশ্রিক মহামারী করোনা” এর প্রকোপ বেড়ে যাওয়ায় আগামীকাল ১ এপ্রিল জাতায় প্রেস ক্লাব চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আহুত গণসমাবেশ স্থৃগিত করা হলো। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ’
ইসলামী আন্দোলনের ফেসবুক পেজে দেয়া ঘোষণা পত্র।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ জানান, পূর্ব ঘোষিত আগামীকালের সমাবেশ বৈশ্বিক মহামারি ‘করোনা’র প্রকোপ বেড়ে যাওয়ায় স্থগিত করা হয়েছে।

নেতৃদ্বয় পরবর্তীতে যে কোন কর্মসূচির জন্যে সতর্ক ও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। পাশাপাশি অবিলম্বে সরকারকে ইসলামী আন্দোলন ঘোষিত ৬ দফা মেনে নিয়ে দোষীদের গ্রেফতার এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপুরণ দেয়ার দাবি জানান।

পড়েছেনঃ 1,062 জন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *